প্রতিষ্ঠানের ইতিহাস

গাড়াবাড়ীয়া হামিদপুর গোপালপুর পাতিবিলা পৌর মাধ্যমিক বিদ্যালয়টি ২০০০ খ্রিষ্টাব্দে স্থানীয় বিদ্যোসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি একটি বহুমূখী ৪ তলা বিশিষ্ট ভবন বিশেষ। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ০১-০১-২০০২ খ্রিস্টাব্দে জুনিয়র, ০১-০১-২০০৪ খ্রিস্টাব্দে নবম শ্রেণি, ০১-০১-২০০৫ খ্রিস্টাব্দে দশম শ্রেণিতে উন্নীত হয়। মাধ্যমিক পর্যায়ে শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার অনুমোদন লাভ করে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির ০১-০৭-২০১৯ খ্রিস্টাব্দে মাধ্যমিক এমপিওভুক্ত হয়। এখানে আধুনিক প্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া সিস্টেমে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৬০০ এর অধিক । প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ও সরাসরি শিক্ষামন্ত্রণালয় কর্তৃক পরিচালিত শেখ রাসেল ডিজ়িটাল আইটি ল্যাব বিদ্যমান রয়েছে। শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলার সার্থে পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। সম্প্রতি বোর্ড পরীক্ষার ফলাফলে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ম্যাডিকেল, রুয়েট, খুয়েট, চুয়েট সহ দেশখ্যাত উচ্চতর বিদ্যাপীঠে পাশ করে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দক্ষ পরিচালনা পর্ষদ কার্যকর রয়েছে। এখানে শিক্ষার্থীরা শেখার আনন্দময় পরিবেশে সার্বক্ষণিক শেখার সুযোগ পাচ্ছে। নিয়মিত শিক্ষাক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ, পরমতসহিষ্ণুতা ও সহবত শেখার পরিবেশ পাচ্ছে। ক্লাশরুমের পড়া ক্লাশরুমেই সম্পন্ন করার মাধ্যমে গৃহ শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে এ প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ের শীর্ষস্থান অধিকার করে রয়েছে এমনকি উপস্থিত অভিনয়ে প্রতিযোগিতায় অনন্য স্বাক্ষর রেখেছে। পরিশেষে বলা যায়, শিক্ষা বঞ্চিত, দারিদ্রপীড়িত স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই বিদ্যালয়ের ভূমিকা অনন্য। এই প্রতিষ্ঠানটি একটি শিক্ষা নিকেতন হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে এলাকাবাসি যে স্বপ্ন দেখতেন- সকলের সহযোগিতায় আজ তা পূরণ হতে চলেছে।