নিয়োগ বিজ্ঞপ্তি




বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম,পি,ও নীতিমালা ২০২১ ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী জি, এইচ,জি,পি মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ। এর এম,পি,ও ভুক্ত নব্য সৃষ্ট শুন্য পদে কম্পিউটার ল্যাব অপারেটর পদে একজন ১৬ তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বিভাগ সহ আইসিটি কম্পিউটার অথবা তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা ধারী। পরিচ্ছন্নতা কর্মী ১জন ও আয়া ১জন, ২০ তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জে,এস,সি/জে,ডি,সি পাস। শর্তাবলী ১. সদ্য তোলা ৪ কপি ছবি সহ সহস্তে লিখিত আবেদন করতে হবে। ২. আবেদনকারীর বয়সসীমা ০৩-০৩-২০২৪ তারিখ পর্যন্ত ১৮-৩৫ বছর হতে হবে আগামী ০৩-০৩-২০২৪ ইং তারিখে বিকাল ৪ ঘটিকার সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদেরকে সোনালী ব্যাংক মহেশপুর শাখার অনুকূলে ১৫০০/- টাকা অফেরত যৌগ্য ব্যাংক ড্রাফ্ট ও সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌঁছাতে হবে। বিশেষ দ্রষ্টব্য পূর্বে আবেদন করা প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে পুনরায় ব্যাংক ড্রাফট গ্রহণযোগ্য।

প্রধান শিক্ষক
জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়
মহেশপুর ঝিনাইদাহ